Skip to main content

Posts

Showing posts with the label শাস্তি স্থগিত মওকুফ পরিবর্তন প্রসঙ্গে

Video Article in English Grammar Series Definite Indefinite articles

Suspension Remissions Commutations of Sentences শাস্তি স্থগিত মওকুফ পরিবর্তন প্রসঙ্গে

Chapter 29 Of Suspension Remissions and Commutations of Sentences শাস্তি স্থগিত মওকুফ ও পরিবর্তন প্রসঙ্গে ধারা ৪০১ দণ্ড স্থগিত অথবা মওকুফ করার ক্ষমতা ১) কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দণ্ডে সে দণ্ডিত হয়েছে, সেই দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবেন। ২) যখন কোন দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করার জন্য সরকারের নিকট দরখাস্ত পেশ করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড দিয়াছিলেন বা অনুমােদন করেছিলেন সেই আদালতের প্রিজাইডিং জজকে সরকার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত, না প্রত্যাখান করা উচিত, সেই সম্পর্কে তার মতামত ও মতামতের কারণ বিবৃত করতে এবং এই বিবৃতির সাথে বিচারের নথির অনুলিপি বা যে সকল নথি বর্তমান রহিয়াছে, সেই সকল নথিপত্রের অনুলিপি প্রেরণ করার নির্দেশ দিতে পারবেন। ৩) যে সকল শর্তে দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছে, তার কোনটি পরিপালন করা হয় নাই বলে অনুমিত হলে সরকার দণ্ড স্থগিত বা মওকুফের আদেশ বাতিল করতে পারবেন এবং অতঃপর যে ব্যক্তির দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়ে