Skip to main content

Posts

Showing posts with the label রেস-সাবজুডিস ধারা ১০ দেওয়ানী কার্যবিধি আইন

রেস-সাবজুডিস ধারা ১০ দেওয়ানী কার্যবিধি আইন

Section 10 Civil Procedure Code  রেস-সাবজুডিস  Res Subjudice  Stay of Suit ধারা ১০ দেওয়ানী কার্যবিধি আইন  ধারা ১০। মামলা স্থগিতকরণ Stay of Suit প্রার্থীত প্রতিকার অনুমােদন দিবার এখতিয়ার সম্পন্ন বাংলাদেশের একইরূপ বা অপর কোন আদালতে বা সরকার দ্বারা স্থাপিত বা পরিচালিত ও একই এখতিয়ারে অন্তর্ভুক্ত বাংলাদেশ এর সীমানার বাহিরের কোন আদালতে বা সুপ্রিমকোর্টে একই পক্ষগুলোর ভিতর বা স্থলাভিষিক্ত তাদের বা তাদের যে কোন লােকের একই সত্ত্বাধিকারে মামলা বিচারাধীন থাকলে, (পরবর্তী) মামলার বিচার্য বিষয় সরাসরি ও প্রকৃতপক্ষে পূর্ববর্তী দায়েরকৃত মামলার বিচার্য বিষয় হলে আদালত উক্তরূপ মামলার বিচার কার্য নিস্পন্ন করবে না। ধারা ১০। মামলা স্থগিতকরণ Stay of Suit ব্যাখ্যা পূর্ববর্তী মামলা যদি কোন বিদেশি আদালতে দায়ের করা হয়ে থাকে, তবে মামলার কারণ একই হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোন আদালতে পরবতী মামলার বিচারে বাধা সৃষ্টি হবে না। ধারা ১০। মামলা স্থগিতকরণ Stay of Suit  বিশ্লেষণ রেস-সাবজুডিস Res Subjudice দেওয়ানি আইনে, রেস’সাবজুডিস' বলতে বিচারাধীন কোন বিষয়ে অথবা রায় দান মূলতবী করার বিষয়ের...