Skip to main content

Posts

Showing posts with the label রেফারেন্স ও রিভিশন বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Video Article in English Grammar Series Definite Indefinite articles

রেফারেন্স ও রিভিশন বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 32 - Of Reference and Revision বত্রিশতম অধ্যায় - রেফারেন্স ও রিভিশন বিষয়ে ধারা ৪৩৫ নিম্ন আদালতের নথি তলব করার ক্ষমতা ১) হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোন নিম্নতর ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত কোন সিদ্ধান্ত, দণ্ড বা আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদালতের কোন কার্যক্রমের নিয়মানুগতা সম্পর্কে পরিতুষ্ট হইবার জন্য উক্ত আদালতের কোন মােকদ্দমার নথিপত্র তলব করতে ও তা পরীক্ষা করতে পারবেন, এবং অনুরূপ নথি তলবের সময় নির্দেশ দিতে পারবেন যে, নথিপত্রের পরীক্ষা সাপেক্ষে কোন দণ্ড কার্যকরিকরণ স্থগিত থাকবে এবং আসামি আটক থাকলে তাকে জামিনে বা তার নিজের দেয়া বন্ডে মুক্তি দিতে হবে। (২) হতে (৪) বাতিলকৃত। ব্যাখ্যা।—নির্বাহী অথবা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যাই হউক, সকল ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে দায়রা জজের অধঃস্তন বলে গণ্য হবে। ধারা ৪৩৬ ইনকোয়ারির আদেশ দিবার ক্ষমতা ৪৩৫ ধারার অধীন বা অন্যভাবে কোন নথি পরীক্ষা করে হাইকোর্ট বা দায়রা জজ নির্দেশ দিতে পারবেন যে, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্