Skip to main content

Posts

Showing posts with the label রিসিভারের নিয়োগ সংক্রান্ত বিধান রিসিভার কে রিসিভারের দায়িত্ব

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

রিসিভার Receiver কে? কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে? রিসিভারের দায়িত্ব কি কি?

রিসিভার কে? কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে? রিসিভারের দায়িত্ব কি কি? রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ [Appointment of Receiver] রিসিভার কে? রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষন, সংরক্ষণ, ভাড়া, লাভ বা খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে। কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে? আদেশ ৪০ বিধি-১ অনুযায়ী আদালত ন্যায়সঙ্গত ও সুবিধাজনক মনে করলে- ক. ডিক্রির পূর্বে বা পরে কোন সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারে; খ. সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোন ব্যক্তিকে অপসারণ করতে পারে; গ. উক্ত রিসিভারের দখলে, ব্যবস্থাপনায় রাখতে পারে; ঘ. মোকদ্দমা আনয়ন ও আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরন, সংরক্ষণ এবং উন্নয়নের জন্য, খাজনা এবং মুনাফা সংগ্রহ, অনুরুপ খাজনা ও মুনাফা প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যে রূপ ক্ষমতা আছে সেরূপ ক্ষমতা উপযুক্ত মনে করে, রিসিভার বরাবর অনুরুপ সকল ক্ষমতা প্রদান করতে পারে। রিসিভারের দায়িত্ব কি কি? ক. আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে। খ. আদালত কর্তৃক ...