Skip to main content

Posts

Showing posts with the label রিসিভার কে কখন কিভাবে ও কাকে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

রিসিভার কে কখন কিভাবে ও কাকে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন

রিসিভার কে?  কখন কিভাবে ও কাকে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন?  কিভাবে রিসিভার নিয়োগ বাতিল করা হয়?  কেন রিসিভারের নিকট থেকে সম্পত্তি মুক্ত করা হয়?  রিসিভারের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্য কি?  রিসিভার নিয়োগের আদেশ কি আপিলযোগ্য?  রিসিভার নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করা হলে করনীয়।  ভিডিও শর্ট নোটস্ অন ল।  Video Short Notes on Law. আদালতের একজন কর্মকর্তা যিনি সম্পত্তির দখল বা হেফাজত এবং সম্পত্তি পরিচালনার অধিকার প্রাপ্ত হন তাকে রিসিভার বলে। দেওয়ানী কার্যবিধির অধীনে ২ ধারা এবং ১৭ ক্লোজের অর্থ অনুযায়ী তিনি এই ক্ষমতা প্রাপ্ত হন। যে সমস্ত আইন-কানুন রিসিভ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো- রিসিভার নিয়োগ সংক্রান্ত আইন মামলা চলাকালীন  কিংবা আদালতের মাধ্যমে ডিক্রী প্রদানের পরে বাদীর আবেদনক্রমে আদালত তার দিস্ক্রেশনারি বা অন্তর্নিহিত ক্ষমতাবলে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারার আলোকে নালিশী সম্পত্তি দেখভাল হেফাজত ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন তিনি রিসিভার বলে গণ্য হবেন। দেওয়ানী কার...