- Get link
- X
- Other Apps
Chapter Five A Criminal Conspiracy পঞ্চম ক অধ্যায় - অপরাধমূলক ষড়যন্ত্র ধারা ১২০ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দুই বা ততােধিক ব্যক্তি (১) কোন অবৈধ কার্য, বা (২) অবৈধ নয় এমন কোন কার্য, অবৈধ উপায়ে সম্পন্ন করতে বা করাতে সম্মত হলে এরূপ চুক্তি অপরাধজনক চক্রান্ত বলে পরিগণিত হবে। তবে শর্ত থাকে যে কোন অপরাধ সংগঠনের চুক্তি ছাড়াই, অপর কোন চুক্তি, এরূপ চুক্তির অনুসরণে এরূপ চুক্তিভুক্ত এক বা একাধিক দল দ্বারা চুক্তিটি ছাড়াও অপর কোন কার্য সম্পন্ন না হলে অপরাধজনক চক্রান্ত বলে পরিগণিত হবে না। ব্যাখ্যাঃ অবৈধ কার্যটি এরূপ সম্মতি বা চুক্তির চুড়ান্ত লক্ষ্য বা তা শুধু উদ্দিষ্ট লক্ষ্যের আনুষঙ্গিক তা বিবেচ্য নয়। ধারা ১২০খ অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি ১) যে লোক মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা দুই বা তদূর্ধ্ব মেয়াদের জন্য সশ্রম কারাদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধ সংগঠনের জন্য কোন পরিকল্পিত অপরাধজনক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, সে লােক এরূপ ষড়যন্ত্রের শাস্তি বিধানের জন্য এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থাকলে, এই হিসেবে দণ্ডিত হবে যেন সে এরূপ অপরাধের সাহায্য করেছে। (২) যে লােক পূর্বোক্ত হিসেবে শাস্তি...