- Get link
- X
- Other Apps
Part II - On Proof Chapter III - Facts Which Need not be Proved তৃতীয় অধ্যায় -যে সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই ধারা ৫৬ বিচারকের দৃষ্টি গােচরে হবার যােগ্য ঘটনা প্রমাণ করার প্রয়ােজন নেই আদালত যে ঘটনা বিচারক হিসাবে দৃষ্টিগােচরে নিবেন, তা প্রমাণ কবার দরকার নেই। ধারা ৫৭ যে সব ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে গোচরে নিতে হবে আদালত নিম্নলিখিত ঘটনাগুলি বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগােচরে নিবেন। (১) বাংলাদেশের আইনসমূহ (২) বাতিল (৩) সামরিক বাহিনীসমূহের জন্য প্রণিত যুদ্ধ বিধিসমূহ; (৪) সংসদের কার্যকলাপ এবং যে কোন আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের যার আইন প্রণয়নের ক্ষমতা আছে নির্দিষ্ট সীমানায় যা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত। (৫) বাতিল (৬) বাংলাদেশের আদালতসমূহের সমস্ত সীলমােহর, নৌ বিভাগ এবং জাহাজ চালনা সম্পর্কিত এবং লেখা প্রমাণিক আওতাধীন আদালত সমূহের সকল সীলমােহর এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে সমস্ত সীলমােহর ব্যবহার করার ক্ষমতা প্রাপ্ত যে কোন ব্যক্তি। (৭) বাংলাদেশে কোন সরকারি পদে কারাে যােগদানের বিষয় যদি সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয়, তবে সে পদে যােগদানের বিষয় যদি সরকারি গেজেটে বিজ্ঞাপি...