Skip to main content

Posts

Showing posts with the label যাবজ্জীবন কারাবাসের অর্থ কি - কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়

Video Article in English Grammar Series Definite Indefinite articles

যাবজ্জীবন কারাবাসের অর্থ কি - কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়

যাবজ্জীবন কারাবাসের অর্থ কি? কখন যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বৎসর গণ্য করতে হয়? কখন যাবজ্জীবন কারাদণ্ড ২০ বৎসর হতে পারে? কখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস হ্রাস বা রুপান্তর করা যায়? কারাবাস কত প্রকার? কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে? কোন কোন ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে?  যাবজ্জীবন কারাবাস (Imprisonment for Life) যাবজ্জীবন কারাবাসের অর্থ কি? যাবজ্জীবন কারাবাসের অর্থ অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাস। সম্প্রতি Ataur Mridha Alias v. State মামলায় আপীল বিভাগ ০১.১২.২০২০ তারিখে যাবজ্জীবন কারাবাসকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেছে। আপাতদৃষ্টে, যাবজ্জীবন কারাবাস অর্থ হলো একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী কারাবাস বা সশ্রম কারাবাস [‘Imprisonment for life prima-facie means imprisonment for the whole of the remaining period of convicts natural life’] যদি দণ্ডবিধির ৫৫ এবং ৫৭ ধারার সাথে ও ফৌজদারী কার্যবিধির ৩৫ক ধারার সাথে দণ্ডিবিধির ৪৫ ও ৫৩ ধারা একত্রে অধ্যায়ন করা হয়, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বলতে ৩০ বৎসরের কারাবাস বলে গণ্য হবে। সুতরাং দণ্ডব