Skip to main content

Posts

Showing posts with the label ম্যাজিস্ট্রেট কর্তৃক মােকদ্দমার বিচার প্রসঙ্গে

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Trial of Cases by Magistrates procedure in Cases ম্যাজিস্ট্রেট কর্তৃক মােকদ্দমার বিচার প্রসঙ্গে

Chapter 20 Of the Trial of Cases by Magistrates বিশতম অধ্যায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মােকদ্দমার বিচার প্রসঙ্গে ধারা ২৪১ procedure in Cases মােকদ্দমার পদ্ধতি মােকদ্দমার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। ধারা ২৪১ক আসামিকে যখন অব্যাহতি দেওয়া হবে আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলে বা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মামলার নথি ও তৎসহ পেশকৃত সমস্ত কাগজপত্র বিবেচনা করে এবং প্রয়ােজন মনে করলে আসামির জবানবন্দি গ্রহণ করে এবং ফরিয়াদী ও আসামিকে বক্তব্য পেশ করার সুযােগ দিয়া যদি মনে করেন যে, অভিযােগ ভিত্তিহীন, তা হলে তিনি আসামিকে অব্যাহতি দিবেন এবং এইরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন। ধারা ২৪২ অভিযােগ গঠন করতে হবে উপরিউক্ত বিবেচনা ও শুনানির পর ম্যাজিস্ট্রেট ধদি এই মত পােষণ করেন যে, আসামি অপরাধ করেছে বলে মনে করার কারণ আছে, তা হলে ম্যাজিস্ট্রেট যে অপরাধের জন্য আসামিকে অভিযুক্ত করা হয়েছে, সেই অপরাধ বিষয়ে রীতিসিদ্ধ অভিযােগ গঠন করবেন এবং তাকে যে অপরাধের জন্য অভিযােগ করা হলাে, অনুরূপ অপরাধ তিনি স্বীকার করেন কিনা তা জিজ্ঞাসা করবেন। ধারা ২৪৩ অভিযােগের সত্যতা স্বীকারের পর দণ্ড ...