Skip to main content

Posts

Showing posts with the label ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম শুরু - পরােয়ানা ইস্যু

Video Article in English Grammar Series Definite Indefinite articles

ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম শুরু - পরােয়ানা ইস্যু

Chapter 17 Of the Commencement of Proceedings before Megistrate ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম শুরু সম্পর্কিত Issue of Process পরোয়ানা ইস্যু ধারা ২০৪ পরােয়ানা ইস্যু  ১) কোন অপরাধ আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, কার্যক্রম গ্রহণ করার মত পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এইরূপ যে, প্রথম পর্যায়ে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে একটি সমন দেওয়া যেতে পারে, তা হলে তিনি আসামির হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন। ঘটনাটি যদি এইরূপ প্রতীয়মান হয় যে, উক্ত কলাম অনুসারে প্রথম পর্যায়েই পরােয়ানা দেওয়া সমীচীন, তা হলে তিনি উহা দিতে পারবেন, অথবা তিনি যদি উপযুক্ত বলে মনে করেন, তা হলে অসামিকে কোন নির্দিষ্ট সময়ে তার নিজের কিংবা (নিজের এখতিয়ার না থাকলে) অপর কোন এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার বা হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারেন। ১ক) ফরিয়াদী পক্ষের সাক্ষীদিগের তালিকা দাখিল না করা হলে আসামির বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোন সমন বা পরােয়ানা ইস্যু করা যাবে না। ১খ) লিখিত নালিশের ভিত্তিতে উপ-ধারা (১) এর অধীন ইস্যুকৃত সমন বা পরােয়ানা ইস্যুকরার সময় তার সাথে নালিশের একটি নকল স