Skip to main content

Posts

Showing posts with the label ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা

ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা Drafting of Complaint Petition

ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে সিআর মামলা (Complaint Petition to Magistrate Court) জনৈক সিরাজ, পিতা নজরুল  দুষ্কৃতিকারী কর্তৃক গুরুতর আহত হয় এবং চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি হয়। ভিকটিমের পিতা নজরুল ম্যাজিস্ট্রেটের বরাবর নালিশী মোকদ্দমা দায়ের করতে চায়। ক) নজরুলের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। খ) তদন্ত শেষ হওয়ার পর সিরাজ মারা যায়। মামলাটির পরিণতি কি হইবে নজরুল জানিতে চায়। মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপের বিষয় আপনার মক্কেলকে অবহিত করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ২৭ অক্টোবর ২০০০ এবং ৮ মার্চ ২০০২ সালে এসেছিল। মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা সি.আর মামলা নং ..../২০০৭ দণ্ডবিধির ৩২৬ ধারা নজরুল পিতা: সিরাজ ২৫/ক, সেন্ট্রাল রোড় ঢাকা-১২০৫ .....ফরিয়াদী বনাম ১. রায়হান পিতা: আনিসুর রহমান ২০/খ, কলাবাগান, ঢাকা-১২০৬ ২. মিন্টু পিতা: মখলেছ ২০/১, কলাবাগান ঢাকা-১২০৬ ....অভিযুক্ত/আসামীগণ সাক্ষীগণ: ১। ফরিয়াদী নিজে ২। তানভীর, ফরিয়াদীর ভাই ৩। খোকন, ১৪, সেন্ট্রাল রোড় ৪। মিলন, ২২/ কলাবাগান ৫। গফুর, ৭, কলাবাগান, ঢাকা ঘটনার তারিখ: ০২...