- Get link
- X
- Other Apps
মৌখিক সাক্ষ্য কাকে বলেে? what is oral evidence? “মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হতে হবে”- এ দ্বারা কি বুঝায়? এর ব্যতিক্রম আছে কি? উৎকৃষ্ট সাক্ষ্য মতবাদ কাকে বলে? মৌখিক ও দালিলিক সাক্ষ্যের গ্রহণীয়তার উপর এই মতবাদের প্রভাব কি? মৌখিক সাক্ষ্য (Oral evidence) কাকে বলে: সাক্ষ্য আইনের ৩ ধারা অনুযায়ী- মামলার বিচার্য বিষয় সম্পর্কে বা কোন মামলার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষীকে আদালত যে বিবৃতি প্রদানের জন্য অনুমতি প্রদান করেন, সাক্ষী প্রদত্ত সেই বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে। অর্থাৎ সাক্ষীর সাক্ষ্য যখন মামলার বিচার্য বিষয় সম্পর্কিত হয় এবং আদালত কর্তৃক তা অনুমোদনপ্রাপ্ত হয় তখন তা মৌখিক সাক্ষ্য হিসেবে গৃহীত হয়। সাক্ষ্য আইনের ৫৯ ধারা অনুযায়ী- লিখিত বিষয়বস্তু ছাড়া অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হতে হবে” অথবা মৌখিক সাক্ষ্যের সর্বোত্তম নিয়ম: সাক্ষ্য আইনের ৬০ ধারায় মৌখিক সাক্ষ্যের বিধান বর্ণিত হয়েছে। উক্ত ধারা অনুযায়ী- (১) দেখার বিষয় হলে নিজ চোখে দেখতে হবে : সাক্ষ্য যদি দেখা সংক্রান্ত কোন বিষয় হয়, ...