Skip to main content

Posts

Showing posts with the label মোকদ্দমায় পক্ষভূক্ত না করা এবং ভূল পক্ষভূক্তি কাকে বলে ও পার্থক্য কি

মোকদ্দমায় পক্ষভূক্ত না করা এবং ভূল পক্ষভূক্তি কাকে বলে ও পার্থক্য কি?

মোকদ্দমায় পক্ষভূক্ত না করা এবং ভূল পক্ষভূক্তি কাকে বলে ও পার্থক্য কি?  এ সম্পর্কিত বিধিগুলি কি?  মোকদ্দমায় কারনসমূহ সংযোজন কি?  মোকদ্দমায় শুনানির সময় কিভাবে হাজির হবে?  পক্ষগণের হাজিরার বিধি ও গরহাজিরার ফলাফল কি?  গরহাজিরার ফলে মোকদ্দমা খারিজ হলে প্রতিকার কি?  গরহাজিরার উপযুক্ত কারন কি কি?  Video Short Notes on Law. ভিডিও শর্ট নোটস্ অন ল পক্ষভূক্তি না করা বা নন জয়েন্ডার কাকে বলে? কোন মোকদ্দমায় কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ যদি প্রয়োজনীয় পক্ষ হওয়া সত্ত্বেও তাকে বা তাদেরকে কক্ষ হিসেবে যুক্ত করা না হয় তাহলে তাকে পক্ষভুক্তি না করা বলে। এক্ষেত্রে যার বা যাদের নাম সংযোজন করা উচিত ছিল কিন্তু করা হয়নি তাদেরকে সংযোজন করা সঙ্গত মনে করলে আদালত সংযোজন করতে পারেন। এরূপ সংযোজন করলে দেওয়ানী কার্যবিধির ১ আদেশের ৯ বিধি অনুযায়ী মোকদ্দমা হবে না। ভুল পক্ষ ভুক্তি বা মিস জয়েন্ডার কাকে বলে? কোন মোকদ্দমা কোন ব্যক্তি বা ব্যক্তিগণ যদি বাদী-বিবাদী হিসেবে পক্ষ হওয়ার কোনো কারণ না থাকে, অথচ তাকে বা তাদেরকে পক্ষ হিসেবে সংযোজিত করা হয়েছে তাহলে তাকে ভূল পক্ষভুক্তি বলা ...