Skip to main content

Posts

Showing posts with the label মোকদ্দমা খারিজ আদেশ রদ করার দরখাস্ত মুসাবিদা

মোকদ্দমা খারিজ আদেশ রদ করার দরখাস্ত মুসাবিদা Drafting to Stay order Of Dismissal of Suit

মোকদ্দমা খারিজ আদেশ রদ করার দরখাস্ত/ মোকদ্দমা পুনর্বহাল করা দরখাস্ত মুসাবিদা: প্রশ্ন: দেওয়ানী মোকদ্দমা নং ১/২০০৩ চূড়ান্ত শুনানীর জন্য ২০/১/০৩ তারিখ ধার্য ছিল। মামলা শুনানীকালে বাদী অনুপস্থিত ছিল কিন্তু বিবাদী হাজির হয়। আদালত তদবিরের অভাবে মামলা খারিজ করে। মামলা পুনর্বহালের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ১০ অক্টোবর ২০০৩ সালে এসেছিল। এ সম্পর্কে আইনের বিধান কি বলে একটু জেনে নেয়া যাক। আলোচ্য প্রশ্নে বলা হয়েছে দেওয়ানী মোকদ্দমা নং ১/২০০৩ চূড়ান্ত শুনানীর জন্য ২০/১/০৩ তারিখ ধার্য ছিল। মামলা শুনানীকালে বাদী অনুপস্থিত ছিল কিন্তু বিবাদী হাজির হয়। বাদী অনুপস্থিত থাকার কারণে তার পক্ষে কেউ তদবির করেনি। সুতরাং তদবীরের অভাবে আদালত মোকদ্দমাটি খারিজ করে দেয়। এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের বিধান হলো দেওয়ানী কার্যবিধির ৯ আদেশের ৮ বিধিতে বলা হয়েছে মোকদ্দমার শুনানীর দিন বাদী হাজির না হলে কিন্তু বিবাদী হাজির হলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিতে পারে। মোকদ্দমা খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? ৯ আদেশের ৮ বিধি অনুযায়ী বাদী অনুপস্থিত থাকার কারণে আদালত মোকদ্দম...