- Get link
- X
- Other Apps
Statements by Persons who cannot be called as Witnesses যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি ধারা ৩২ যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক যে ব্যক্তি মৃত অথবা যাকে খুঁজে পাওয়া যাবে না, অথবা যে সাক্ষ্য দেয়ার অযােগ্য হয়ে পড়েছে, অথবা যাকে হাজির করা এরূপ সময় ও ব্যয়সাপেক্ষ যে, সংশ্লিষ্ট মামলার পরিস্থিতি বিবেচনায় আদালতের মতে তা অযােক্তিক, সেরূপ ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়- (১) যেক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে ঐ ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে অথবা যে ঘটনার ফলে তার মৃত্যু ঘটিয়েছে, তৎসংশ্লিষ্ট কোন পরিস্থিতি সম্পর্কে যদি কোন বিবৃতি দিয়ে থাকে। অনুরূপ বিবৃতি দেয়ার সময় বিবৃতিদানকারীর মৃত্যুর আশঙ্কা উপস্থিত হয়ে থাকুক বা না থাকুক এবং যে মামলায় তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে তার প্রকৃতি যাই হােক , উক্ত বিবৃতি প্রাসঙ্গিক। (২) যেক্ষেত্রে বিবৃতিদানতকারী তার স্বাভাবিক কাজকর্ম প্রসঙ্গে যে বিবৃতি দেয় এবং বিশেষ করে যদ...