Skip to main content

Posts

Showing posts with the label মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত অপরাধ

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত অপরাধ

Chapter Twelve - Of Offences Relating to Coin and Government Stamps দ্বাদশ অধ্যায় - মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত ধারা ২৩০ মুদ্রা-এর সংজ্ঞা আপাতত অর্থ হিসেবে ব্যবহৃত ও যা এরূপ ব্যবহারের জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির কর্তৃত্ববলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মূদ্রা বলা হয়। বাংলাদেশের মুদ্রা: বাংলাদেশের মুদ্রা হচ্ছে অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য বাংলাদেশ সরকারের ক্ষমতাবলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতু ও যে ধাতু অনুরূপভাবে স্ট্যাম্পযুক্ত ও ইস্যু করা হয়েছে, তা অর্থ হিসেবে এর ব্যবহার বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও এই অধ্যায়ের উদ্দেশ্যে বাংলাদেশী মুদ্রা বলে ব্যবহৃত হবে। উদাহরণ ক) কড়িগুলাে মুদ্রা নয়। হ) স্ট্যাম্পবিহীন এমন তাম্রপিন্ডগুলাে অর্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও মুদ্রা খ) মেডেল মুদ্রা নয়, কেননা এটা অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য অভীষ্ট নয়। ঘ) কোম্পানির টাকা বলে অংকিত মুদ্রা বাংলাদেশের মুদ্রা নামে পরিগণিত হবে। ৪) "ফারুখাবাদ” টাকা যা পূর্বে ভারত সরকারের ক্ষমতাধীনে অর্থ হিসেবে ব্যবহৃত হত-বাংলাদেশ মুদ্রা, তা যদিও এটা আজও অনুরূপভাবে ব্যবহৃত ...