- Get link
- X
- Other Apps
Chapter Eleven - Of False evidence and Offences Against Public Justice একাদশ অধ্যায় - মিথ্যা সাক্ষ্য দান ও গণ বিচারের বিপক্ষে অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৯১ মিথ্যা সাক্ষ্যদান যে লােক সত্য বলার জন্য শপথক্রমে বা আইনের প্রকাশ্য বিধানবলে আইনত বাধ্য হয়ে বা কোন বিষয়ে কোন ঘােষণা করার জন্য আইনবলে বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দেয়, যা মিথ্যা ও যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা সত্য বলে বিশ্বাস করেনা, সে লােক মিথ্যা সাক্ষ্য দেয় বলে কথিত হয়। ব্যাখ্যা ১: কোন উক্তি বা বিবৃতি মৌখিকভাবে বা প্রকারান্তরে, যেভাবেই দেওয়া হােক এই ধারার তাৎপর্যাধীন হবে। ব্যাখ্যা ২: সত্যতা নিরূপনকারি লােকের বিশ্বাস বিষয়ক মিথ্যা বিবৃতি এই ধারার তাৎপর্যাধীন হবে ও এই বলে বিবৃতি প্রদানকারি লােক, যে বলে যে, সে এমন কোন বস্তুতে বিশ্বাস করে যা সে বিশ্বাস করে না ও এরূপ বিবৃতি প্রদানকারি লােক, যে বলে যে, সে এমন কোন বিষয় জানে, যা সে জানে না, মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য অপরাধি বলে পরিগণিত হবে। উদাহরণ (ক) য খ-র বিরুদ্ধে এক হাজার টাকার জন্য খ-র একটি ন্যায্য দাবির সমর্থনে, এক বিচারে এই বলে মিথ্যাভাবে শপথ করে বলে যে, সে য-কে খ-র...