Skip to main content

Posts

Showing posts with the label মানহানি কাকে বলে মানহানির শাস্তি কি ফৌজদারী কার্যবিধি আইন

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

Defamation Punishment মানহানি কাকে বলে মানহানির শাস্তি কি ফৌজদারী কার্যবিধি আইন

Chapter Twenty One - Of Defamation একুশতম অধ্যায় -মানহানি বিষয়ক ধারা ৪৯৯ মানহানি কোন লোক যদি অপর কোন লোকের খ্যাতি বা সুনাম নষ্ট করার লক্ষ্যে বা তার খ্যাতি বা সুনাম নষ্ট হবে বলে অবগত হবার পরও বা তার বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকার পরও কথিত বা পাঠের জন্য অভিপ্রেত শব্দাবলি বা মার্কাদি বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে সে লোক বিষয়ক কোন ঘটনা আরোপ করে বা ব্যক্ত করে, তা হলে সে লোক নিয়ে নির্দেশিত ভিন্নতাগুলো অন্যান্য ক্ষেত্রে ঐ লোকের মানহানি করে বা করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা ১. কোন কিছুর জন্য কোন মৃত লোকের নিন্দা করা তার মানহানির সামিল হতে পারে, যদি ঐ নিন্দাবাদ এরূপ হয় যে এটা তার জীবদ্দশায় তার মানহানিকর হত ও এটা তার পরিবার ও অন্যান্য কাছে আত্মীয়দের মনকে পীড়িত করার লক্ষ্যে এরূপ ঘটনার আরোপ হয়। ব্যাখ্যা ২. কোন কোম্পানী বা সমিতি বা এরূপ লোক সমাবেশ সম্বন্ধে কোন নিন্দাবাদ করা মানহানির সামিল হতে পারে। ব্যাখ্যা ৩. বিকল্পের আকারে শ্লেষাত্মকভাবে প্রকাশিত নিন্দাবাদ মানহানি সামিল হতে পারে। ব্যাখ্যা ৪. কোন নিন্দাবাদই কোন লোক সুনাম নষ্ট করেছে বলে পরিগণিত হবে না, যদি না ঐ নিন্দাবাদ অন্যান্য লোক...