- Get link
- X
- Other Apps
Of Kidnapping, Abduction Slavery and forced Labour মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত ধারা ৩৫৯ লােক অপহরণ লােক অপহরণ দুই প্রকারের: বাংলাদেশ থেকে লোক অপহরণ ও আইনানুগ অভিভাবকত্ব হতে লােক অপহরণ। ধারা ৩৬০ বাংলাদেশ থেকে লোক অপহরণ যদি কেউ, কোন লােককে ঐ লােক বা ঐ লােকের পক্ষে সম্মতি প্রদানের জন্য আইনানুগ ক্ষমতাপ্রদত্ত কোন লােকের বিনা সম্মতিতে বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নেয়, তা হলে সে লােক ঐ লােককে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে পরিগণিত হবে। ধারা ৩৬১ আইনানুগ অভিভাবকত্ব হতে লােক অপহরণ কোন লােক যদি, পুরুষের ক্ষেত্রে চৌদ্দ বৎসরের নিম্ন বয়স্ক, বা নারীর ক্ষেত্রে ষােল বৎসরের নিম্ন বয়স্ক কোন নাবালক বা কোন বিকৃত মস্তিষ্কসম্পন্ন লােকের আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হতে, এরূপ অভিভাবকের বিনা সম্মতিতে বা প্রলুব্ধ করে নিয়ে যায়, তা হলে সে লােক এরূপ নাবালক বা নাবালিকা বিকৃত মস্তিষ্কসম্পন্ন লােককে আইনানুগ অভিভাবকত্ব হতে অপহরণ করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা, এই ধারায় “আইনানুগ অভিভাবক ” শব্দগুলােতে এরূপ নাবালক বা অপর কোন লােকের আইনানুগ তত্ত্বাবধান বা রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত য...