Skip to main content

Posts

Showing posts with the label ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি প্রতারণার শাস্তি

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Loss of Banking Company Property ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি প্রতারণার শাস্তি

Of the Loss of Property of Banking Company ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি বিষয়ক ধারা ৪৬২ক ব্যাংক অফিসার ও কর্মচারিদের অবহেলাজনিত আচরণের জন্য শাস্তি কোন লােক যদি, ব্যাংক কোম্পানীর অফিসার; বা কর্মচারি হয়ে ঐ ব্যাংক কোম্পানীর কোন গ্রাহকের সঙ্গে বা অপর কোন লােকের সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় অবহেলাজনিত আচরণের কারণে কোম্পানীর ক্ষতিসাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে। ধারা ৪৬২খ ব্যাংক কোম্পানীর সঙ্গে প্রতারণার শাস্তি কোন লােক যদি, ব্যাংকিং কোম্পানীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রতারণামূলকভাবে কোন ফায়দা উসুল করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যা : ৪৬২ক এই ধারায় ব্যাংকিং কোম্পানী বলতে বুঝাবে- ক) ১৯৬২ সালের (৬২ নম্বর) ব্যাংকিং কোম্পানী অধ্যাদেশ এর ৫-(গ) ধারার সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকিং কোম্পানী। খ) ১৯৭২ সালের (পি,ও ২৬/১৯৭২) বাংলাদেশ ব্যাংক (রাষ্ট্রায়ত্ত) আদেশ মােতাবেক গঠিত কোন ব্যাংক। গ) ১৯৭২ সা...