- Get link
- X
- Other Apps
General Exceptions সাধারণ ব্যতিক্রমগুলো Of the Right of the Private Defence ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ব বিষয়ক ধারা ৯৬ ব্যক্তিগত প্রতিরক্ষায় প্রীত বিষয়গুলো ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ব প্রয়োগের সময় কৃত কোন কিছুই অপরাধ নয়। ধারা ৯৭ দেহ ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষমতা ৯৯ ধারায় বলা বিধি নিষেধ সাপেক্ষে, প্রতিটি ব্যক্তির প্রথমত - মনুষ্য দেহ বিষয়ক কোন অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ ও অপর যে কোন লােকের দেহ রক্ষা করার কর্তৃত্ত্ব আছে; দ্বিতীয়ত - চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা বা অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞাধীন অপরাধ বা চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে স্বীয় কিংবা অপর কোন লােকের অস্থাবর কিংবা স্থাবর সম্পত্তির, রক্ষার কর্তৃত্ত্ব থাকবে। ধারা ৯৮ অসুস্থমনা লােক প্রভৃতি কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন কোন কার্য যা প্রকারান্তরে একটি বিশেষ অপরাধ বলে পরিগণিত হত তা ঐ কার্য সম্পন্নকারি লােকের অল্প বয়স্কতা, অপরিণত বিবেক, মনে অপ্রকৃতস্থতা বা নেশার ঘােরে এরূপ অপরাধ বলে পরিগণিত হয় না, তখন প্রতিটি লােকের কার্যটি এরূপ অপরা...