Skip to main content

Posts

Showing posts with the label বিশেষ ক্ষেত্রে মামলা দেওয়ানী কার্যবিধি আইন

Video Article in English Grammar Series Definite Indefinite articles

বিশেষ ক্ষেত্রে মামলা দেওয়ানী কার্যবিধি আইন

বিশেষ ক্ষেত্রে মামলা  Section 79 Suits in Particular Cases Suits by or against the Government of Public Officers in their official capacity. Civil Procedure Law ধারা ৭৯ সরকার বা সরকারি কর্মচারী দ্বারা বা তাদের বিরুদ্ধে পদাধিকার বলে মামলা। দেওয়ানী কার্যবিধি আইন। ধারা ৭৯। সরকার দ্বারা বা তার বিরুদ্ধে মামলা সরকার দ্বারা বা সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাদী বা বিবাদী হিসেবে যে কর্তৃত্বের নাম উল্লেখ করতে হবে তা হচ্ছে বাংলাদেশ। ৭৯ ধারার বিশ্লেষণ প্রতিনিধিত্ব মূলক মামলা সরকারের বিরুদ্ধে রুজু করা যায় কি? প্রতিনিধিত্বমূলক মামলা সরকারের বিরুদ্ধে বা সরকার কর্তৃক বাদী কর্তৃক করতে হবে। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭৯ ধারায় বলা হয়েছে যে, সরকার কর্তৃক বা তাঁর বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে হলে বাদী বা বিবাদী হিসাবে বাংলাদেশ নাম উল্লেখ করতে হবে। এইভাবে, এই ধারার বিধান মতে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশ সরকার কর্তৃক বাদী বা বিবাদী হিসাবে একটি প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যেতে পারে । সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশ সরকার কর্তৃক কিভাবে মামলা করা যায় এবং কখন ১৯০৮ সনের দেওয়ানি ক