Skip to main content

Posts

Showing posts with the label বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব

বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব

Rules Section 121 to 128 Civil Procedure Code বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১২১। প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব প্রথম তফসিলের উল্লেখিত বিধিমালা এই খন্ডের বিধানগুলাে অনুসারে রদ বা পরিবর্তিত না হওয়া পর্যন্ত এই প্রধান অংশ রূপে বিধিবদ্ধ হওয়ার মতই প্রভাবযুক্ত হবে । ১২১ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধিতে সর্বসাকুল্যে ধারা ১৫৮টি ও এই বিধির প্রথম তফসিলে ৫১টি আদেশ আছে। ধারাগুলিতে যা বলা হয়েছে, আদেশে তা বিশদ বর্ণনা করা হয়েছে। আদেশগুলি ধারার মতই শক্তিশালী। তবে আদেশগুলি পরিবর্তনীয়। ধারা ১২২। বিধিমালা প্রণয়নে সুপ্রীম কোর্টের ক্ষমতা  সুপ্রীমকোর্ট পূর্বকালীন প্রকাশনার পর সময় সময় সুপ্রীমকোর্টেও প্রত্যেক বিভাগের কার্যপদ্ধতি এবং তার তত্ত্বাবধান সাপেক্ষে দেওয়ানি আদালত গুলাের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণপূর্বক বিধিমালা তৈরি করতে পারেন, এবং এরূপ প্রণীত বিধিমালা দ্বারা প্রথম তফসিলের সমস্ত বা যে কোন বিধিমালা রদ, পরিবর্তন বা সংযােজন করতে পারেন। ১২২ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধির অন্তর্ভুক্ত ৫১টি আদেশ বাতিল, সংশােধন বা সংযােজন করার ক্ষমতা সুপ্রীম কোর্টকে দেয়া হয়েছে। ত...