Skip to main content

Posts

Showing posts with the label বার কাউন্সিল জুডিশিয়াল পরীক্ষা প্রস্তুতি MCQ:এমসিকিউ পর্ব ৩

Video Article in English Grammar Series Definite Indefinite articles

BJSC, Bar Council Advocateship পরীক্ষা প্রস্তুতি MCQ:এমসিকিউ পর্ব ৩

BJSC, Bar Council Advocateship পরীক্ষা প্রস্তুতি:এমসিকিউ পর্ব ৩,  আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত এজাহারে স্বাক্ষর করবে- ধারা ১৫৪ অনুসারে আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কে প্রত্যেক সংবাদ যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট মৌখিকভাবে দেয়া হয়, তবে তিনি তা লিপিবদ্ধ করবেন বা তার নির্দেশমত লিপিবদ্ধ করা হবে এবং সংবাদ দাতাকে তা পড়ে শুনাতে হবে এবং লিখিতভাবে দেওয়া হলে তাতে সংবাদ দাতা সাক্ষর করবেন। কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা অ-আমলযােগ্য মামলার তদন্ত করতে পারবেনা, যদি সে অনুমতি না নেয়- ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৫ (২) অনুসারে কোন পুলিশ অফিসার প্রথম বা ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোন অআমলযােগ্য ঘটনা তদন্ত করবেন না। মহানগর এলাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নাম হলাে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সুতরাং মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অআমলযােগ্য ঘটনার তদন্ত করবেনা। Code of Criminal Proccdure এর কোন ধারার বিধান বলে একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন? ফৌজদারি কার্যবিধির ১৫৬ অভিযুক্ত