Skip to main content

Posts

Showing posts with the label বার কাউন্সিল এবং বিজেএস লিখিত পরীক্ষার প্রস্তুতি - পর্ব ৫

বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৫ Part 5

বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি - পর্ব ৫ প্রশ্ন: প্লীডিং (pleading) বলতে কি বোঝেন - বিজেএস পরীক্ষা, ২০১০,২০১৯, বার কাউন্সিল, ২০০৬। প্লিডিংস অর্থ: দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ বিধিতে প্লিডিংসের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোন লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবী এবং দাবীর সমর্থনে ঘটনা উল্লেখ করে। লিখিত জবাব হলো বিবাদী কর্তৃক বাদীর দাবীর উত্তর সম্বলিত কোন লিখিত বক্তব্য । এখানে বিবাদী সাধারণত বাদীর দাবী অস্বীকার করে লিখিত বক্তব্য দেয়। প্লিডিংসের মূল উদ্দেশ্য হলো মোকদ্দমার পক্ষদ্বয়ের মধ্যে প্রকৃত বিরোধ নির্ধারণ করা, বিরোধের পরিধি সংক্ষিপ্ত করা এবং কোন কোন বিষয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে তা নির্ধারণ করা এবং ন্যায় বিচার ব্যাহত হওয়াকে প্রতিরোধ করা। আইন-শব্দকোষ অভিধানে প্লিডিংস বলতে নিম্নলিখিত সংজ্ঞা দেওয়া হয়েছে...