- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৮ প্রশ্ন: সেট-অফ (set-off) বলতে কি বুঝেন? অনুরুপ ওজর কখন তোলা যায়? বাদীর মামলার দাবীর গুণাগুন বিচারে এর আইনগত মূল্য কতটুকু? দেওয়ানী কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উদাহরণসহ আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা, ২০০৮ উত্তর: পারস্পরিক দায়শোধ [Set off] অৰ্থ: পারস্পরিক দায়শোধ বা দাবী সনম্বয় অর্থ হলো অর্থের মোকদ্দমায় একটি দাবীর বিরুদ্ধে অন্য একটি দাবী উত্থাপন করা এবং সেটা পারস্পরিক পরিশোধ করা। অর্থ আদায়ের মোকদ্দমায় এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবী করতে পারে বা উভয় পক্ষ একে অপরের নিকট পাওনা দাবী করতে পারে। উক্ত ক্ষেত্রে উভয়ের পাওনা সমন্বয়ের প্রশ্ন ওঠে। ঋণের মাধ্যমে যেক্ষেত্রে দুইজন ব্যক্তি একে অন্যের পারস্পরিক দেনাদার এবং একই সাথে একে অন্যের পারস্পরিক পাওনাদার, সেই ক্ষেত্রে পারস্পরিক দেনা-পাওনা সমন্বয়ের মাধ্যমে বা সেট-অফের মাধ্যমে ঋণ বিলুপ্ত করা হয়। যেক্ষেত্রে বাদী এবং বিবাদীর মধ্যে পারস্পরিক ঋণ থাকে, সেই ক্ষেত্রে একটি ঋণ অন্য ঋণের বিপরীতে পরি...