- Get link
- X
- Other Apps
বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৪ প্রশ্ন: এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা, ২০১০ উত্তর: মোকদ্দমা স্থানান্তর: দেওয়ানী কার্যবিধির ২২ থেকে ২৪ ধারায় এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহ আলোচনা করা হয়েছে এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান: একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা: একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা দেওয়ানী কার্যবিধির ২২ ধারায় বলা হয়েছে। দেওয়ানী কার্যবিধির ২২ ধারায় মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে কোন আদালতে আবেদন করতে হবে, সেটা দেওয়ানী কার্যবিধির ২৩ ধারায় বলা হয়। মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে শর্তসমূহ: দেওয়ানী কার্যবিধির ২২ ধারা অনুসারে, আদালত কোন মোকদ্দমা স্থানান্তরের আদেশ দিতে পারে, যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়, যথা: ১. মোকদ্দমাটি দুই...