- Get link
- X
- Other Apps
পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল। পক্ষদ্বয় উপস্থিত না হলে আদালত কি আদেশ দিতে পারে? পক্ষদ্বয় উপস্থিত হলে কিংবা না হলে আদালত কি আদেশ দিতে পারে? মোকদ্দমা খারিজ আদেশ। খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? কত দিনের মধ্যে খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়? সমন জারি না হয়ে ফেরত আসলে কি করনীয়? মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদকরণের আবেদন। আরজি প্রত্যাখ্যান এবং মোকদ্দমা খারিজের মধ্যে পার্থক্য কি? পক্ষদ্বয় উপস্থিত না হলে আদালত কি আদেশ দিতে পারে? পক্ষগণ হাজির না হলে আদালত ৮৯ক ধারা অনুসরণ না করে ৯ আদেশে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করবে। সমনে নির্ধারিত শুনানীর তারিখে উভয় বা কোন একপক্ষ হাজির না হলে, সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিবে তা নির্ভর করে কোন পক্ষ হাজির হয়নি এবং কেন হাজির হয়নি ইত্যাদির উপর। তবে এই ক্ষেত্রে ৯ আদেশের অধীন আদালত সাধারণত নিম্নলিখিত সিদ্ধান্ত দিয়ে থাকে- ১. মামলা খারিজের আদেশ ২. একতরফা ডিক্রি বাদীর ব্যর্থতার কারণে আদালত মোকদ্দমা খারিজের আদেশ প্রদান করে এবং বিবাদীর ব্যর্থতার কারণে আদালত একতরফা ডিক্রি প্রদান করে। সুতরাং ৯ আদেশের অধীন আদালত মোকদ্দম...