Skip to main content

Posts

Showing posts with the label ফৌজদারি মামলা স্থানান্তর বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Transfer of Criminal Cases ফৌজদারি মামলা স্থানান্তর বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter XLIV -Of the Transfer of Criminal Cases চুয়াল্লিশতম অধ্যায় -ফৌজদারি মামলা স্থানান্তর বিষয়ে ধারা ৫২৫ক মােকদ্দমা ও আপিলের ক্ষেত্রে আপিল বিভাগের ক্ষমতা যখন আপিল বিভাগের নিকট প্রতীয়মান হয়, এইরূপ স্থানান্তর ন্যায়বিচার কিংবা পক্ষসমূহ বা সাক্ষীগণের সাধারণ সুবিধার ধারার উন্নয়ন সৃষ্টি করবে, তখন আপিল বিভাগ কোন বিশেষ মােকদ্দমা বা আপিল হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ হতে অন্য স্থায়ী বেঞ্চে কিংবা কোন হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের অধিক্ষেত্রেভুক্ত যেকোন ফৌজদারি আদালত হতে অন্য কোন হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের অধিক্ষেত্র একই বা উচ্চতর ক্ষমতা সম্পন্ন ফৌজদারি আদালতে স্থানান্তর করতে পারবেন। ২) যে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ কিংবা আদালতে মােকদ্দমা বা আপিল স্থানান্তরিত হয় সেই বেঞ্চ বা আদালত একইভাবে ব্যবস্থা গ্রহণ করবেন যে, প্রকৃতপক্ষে সেখানেই ঐ সমস্ত রুজু করা বা উপস্থিত করা হয়েছে। ধারা ৫২৬ হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারবেন কিংবা স্বয়ং উহার বিচার করতে পারবেন ১) হাইকোর্ট বিভাগের নিকট যদি কখনও দৃষ্টিগােচর করা হয় যে- ক) হাইকোর্ট বিভাগের অধঃস্তন কোন ফৌজদারি আদালতে ন্য...