Skip to main content

Posts

Showing posts with the label প্রথম ভাগ প্রারম্ভিক প্রথম অধ্যায় ফৌজদারী কার্যবিধি আইন

প্রথম ভাগ প্রারম্ভিক প্রথম অধ্যায় ফৌজদারী কার্যবিধি আইন

Criminal Procedure Code Part 1 Preliminary chapter 1 প্রথম ভাগ প্রারম্ভিক প্রথম অধ্যায় ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১ শিরােনাম, প্রবর্তন এবং বিস্তৃতি (১) এই আইন ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ নামে অভিহিত হবে এবং ইহা ১লা জুলাই, ১৮৯৮ থেকে বলবৎ হবে। (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযােজ্য হবে, তবে বিপরীত কোন সুস্পষ্ট বিধান না থাকিলে ইহা বর্তমানে কার্যকর কোন বিশেষ আইন, কোন বিশেষ এখতিয়ার অথবা ক্ষমতা অথবা বর্তমানে কার্যকর অন্য কোন আইন কর্তৃক নির্ধারিত কোন বিশেষ কার্যবিধি প্রভাবিত করবে না। ধারা ৪ সংজ্ঞাসমূহ  (১) বিষয়বস্তু বা প্রসঙ্গ অন্য কিছু বুঝতে না চাইলে এই বিধিতে নিম্নে বর্ণিত শব্দসমূহ এবং অভিব্যক্তিসমূহের নিম্নোক্ত অর্থ হবে- ক) কোন আদালতের কার্যক্রম প্রসংগে কৌসুলী অর্থে চালু/কার্যকর আইন মােতাবেক এইরূপ যে কোন আদালতে আইন ব্যবসা করিতে ক্ষমতাপ্রাপ্ত কৌসুলী বা মুক্তার বুঝাবে এবং এইরূপ কার্যক্রমে আদালতের অনুমতি সাপেক্ষে নিযুক্ত অন্য যেকোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে। কক) এটর্নি জেনারেল অর্থে বাংলাদেশের জন্য নিযুক্ত এটর্নি জেনারেল বুঝাবে এবং বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল, ডেপুটি এটর্নি জেনারেল ...