- Get link
- X
- Other Apps
সাক্ষ্য আইন অষ্টম অধ্যায় - প্রতিবন্ধকতা / স্বীকৃতির বাধা। ধারা ১১৫ স্বীকৃতির বাধা। ধারা ১১৬ প্রজার ক্ষেত্রে স্বীকৃতির বাধা; দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্বীকৃতির বাধা। ধারা ১১৭ বরাত চিঠির স্বীকৃতিদাতার গচ্ছিতগ্রহীতা ও অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্বীকৃতির বাধা। Chapter VIII - Estoppel সাক্ষ্য আইন অষ্টম অধ্যায় - প্রতিবন্ধকতা / স্বীকৃতির বাধা সাক্ষ্য আইন ধারা ১১৫ স্বীকৃতির বাধা কোন ব্যক্তি যখন তার ঘােষণা, কার্য বা কার্য হতে বিরত থাকার দ্বারা স্বেচ্ছায় অন্য কাউকে কোন কিছু সত্য বলে বিশ্বাস করিয়েছে বা বিশ্বাস করতে দিয়েছে এবং সে বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে, তখন উক্ত দুই ব্যক্তির মধ্যে বা প্রথমােক্ত ব্যক্তি এবং শেষােক্ত ব্যক্তির প্রতিনিধির মধ্যে কোন মামলায় প্রথমােক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। উদাহরণ - স্বীকৃতির বাধা ক স্বেচ্ছায় এবং মিথ্যাভাবে খ-কে বিশ্বাস করায় যে, কোন একটি জমির মালিক ক এবং তদদ্বারা খ-কে ঐ জমি কিনিতে ও তার মূল্য দিতে প্রলুব্ধ করে। তদপরবর্তী ঐ জমি ক এর সম্পত্তিতে পরিণত হয়। বিক্রয় করার সময় ...