Skip to main content

Posts

Showing posts with the label প্রতারণামূলক দলিলগুলো সম্পত্তি বেদখল অনিষ্ট সাধন

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

প্রতারণামূলক দলিলগুলো সম্পত্তি বেদখল অনিষ্ট সাধন

 Of Fraudulent Deeds and Dispositions of Property প্রতারণামূলক দলিলগুলো ও সম্পত্তি বেদখল বিষয়ক ধারা ৪২১ পাওয়াদারদের ভিতর বণ্টন করার ইচ্ছায় অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গােপনকরণ কোন লােক যদি, তার পাওনাদারগণের বা অপর কোন লােকের পাওনাদারগণের ভিতর কোন সম্পত্তির আইনবলে বন্টন করার উদ্দেশ্যে বা সে এরূপ নেওয়ারণ করতে পারে জেনে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোন সম্পত্তি অপসারণ করে, লুকিয়ে রাখে বা কোন লােকের কাছে সমর্পণ করে বা যথপােযুক্ত মূল্য গ্রহণ ছাড়া কোন লােকের কাছে হস্তান্তর করে বা করায় তা হলে সে ল ক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ধারা ৪২২ অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে পাওনাদারদের অর্থ প্রাপ্তি নিরােধ করা কোন লােক যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে তার নিজের বা অপর কোন লােকের প্রাপ্য ঋণ বা দাবি আইনবলে তার বা ঐ অপর লােকের ঋণ পরিশােধ করার জন্য সুলভ হবার সম্পর্কে বাধার উদ্ভব করে তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডেযার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার ...