- Get link
- X
- Other Apps
Chapter 12 Preventive Action of the Police ত্রয়োদশ অধ্যায় - পুলিশের নিবারণ মূলক প্রতিরোধমূলক কাজকর্ম ধারা ১৪৯ আমলযােগ্য অপরাধাদি পুলিশ নিবারণ করবে প্রত্যেক পুলিশ অফিসার যে কোন ধর্তব্য অপরাধের (আমলযােগ্য অপরাধের) নিবারণ করার প্রয়ােজনের কারণে হস্তক্ষেপ করতে পারেন, এবং আমলযােগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমত নিবারণ করবেন। ধারা ১৫০ আমলযােগ্য অপরাধ করার মতলবের সংবাদ প্রত্যেক পুলিশ অফিসার যে কোন আমলযােগ্য অপরাধ করার মতলবের সংবাদ পাইলে তিনি যার অধঃস্তন কর্মচারী তাঁকে, এবং অন্য যে কোন অফিসারকে যার কর্তব্য হলাে ঐরূপ কোন অপরাধের সংঘটন নিবারণ করা বা ঐরূপ কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করা-তাকে, ঐ সংবাদ প্রদান করবেন। ধারা ১৫১ অনুরূপ অপরাধ নিবারণ করতে গ্রেফতার কোন পুলিশ অফিসার যদি কোন আমলযােগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের কথা জ্ঞাত হন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে, উক্ত অপরাধ সংঘটন অন্যভাবে নিবারণ করা যাবে না, তা হলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরােয়ানা ছাড়াই ষড়যন্ত্রকারি ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। ধারা ১৫২ সর্বসাধারণের সম্পত্তির ক্ষতি নিবারণ সর্বসাধারণের স্থাবর বা অস্থাবর যে কো...