- Get link
- X
- Other Apps
পুলিশ ডায়েরী কি? পুলিশ ডায়েরীতে পুলিশ যে সকল বিষয় লিপিবদ্ধ করে। কখন কিভাবে পুলিশ ডায়েরীর ব্যবহার করা হয়? পুলিশ অফিসারের রিপোর্ট বলতে কি বুঝায়? পুলিশ রিপোর্ট কত প্রকার? চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? চার্জ শীট কাকে বলে?। পুলিশ রিপোর্ট দাখিল এর ফলাফল। অধিকতর তদন্ত এবং সম্পূরক চার্জশীট কাকে বলে? পুলিশ রিপোর্ট দাখিলের পরবর্তী কার্যধারা। নারাজী পিটিশন কি? কে নারাজী দরখাস্ত দাখিল করতে পারে? নারাজী দরখাস্ত প্রত্যাখ্যানের বিরুদ্ধে কি প্রতিকার রয়েছে? পুলিশ ডায়েরী [Police Diary] [ধারা ১৭২] পুলিশ ডায়েরী কি? পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরীতে লিপিবদ্ধ করা হয়, সেটা হলো পুলিশী ডায়েরী । ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারায় পুলিশ ডায়েরী সম্পর্কে বিধান করা হয়েছে। পুলিশ ডায়েরীতে পুলিশ যে সকল বিষয় লিপিবদ্ধ করে (ধারা ১৭২(১): ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারায় বলা হয়েছে, তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিদিন একটি ডায়েরীতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবে এবং কখন তিনি খবর বা তথ্য পেয়েছিলেন,কখন তিনি তদন্ত শুরু এবং সমাপ্ত করেছেন, কোন কোন স্থান বা স্থানসমূহে তিনি পরিদর্শন করেছেন এবং ...