- Get link
- X
- Other Apps
Part IX Supplementary Provisions নবম ভাগ - পরিপূরক বিধান Chapter 38 - Of the Public Prosecutors -পাবলিক প্রসিকিউটর বিষয়ে ধারা ৪৯২ পাবলিক প্রসিকিউটর নিয়ােগের ক্ষমতা ১) সরকার বা কোন স্থানীয় এলাকায় সাধারণভাবে, বা কোন মােকদ্দমায় বা কোন নির্দিষ্ট শ্রেণীর মােকদ্দমার নিমিত্তে পাবলিক প্রসিকিউটর নামক এক বা একাধিক কর্মকর্তা নিয়ােগ করতে পারবেন। ২) পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে, বা যেক্ষেত্রে কোন পাবলিক প্রসিকিউটর নিয়ােজিত হন নাই সেক্ষেত্রে মােকদ্দমা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এতদ্বিষয়ে নির্ধারিত পদের নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তা ব্যতিত অপর যে কোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর নিয়ােগ করতে পারবেন। ধারা ৪৯৩ পাবলিক প্রসিকিউটর সমস্ত আদালতে তার দায়িত্বে ন্যাস্ত মােকদ্দমা পরিচালনা করতে পারবেন। ব্যক্তিগত নিযুক্ত কৌসুলীগণ তার নির্দেশাধীন কাজ করবেন পাবলিক প্রসিকিউটর যে মােকদ্দমায় ভারপ্রাপ্ত হয়েছেন, সেই মােকদ্দমা যে আদালতে অনুসন্ধান, বিচার বা আপিলে রহিয়াছে, তিনি সেই আদালতে কোন প্রকার লিখিত কর্তৃত্ব ব্যতিরেকেই হাজির হতে ও মােকদ্দমা পরিচালনা করতে পারবেন এবং কোন বেসরকারি ব্যক্...