Skip to main content

Posts

Showing posts with the label পদ্ধতিগত আইন তত্ত্বগত বা মৌলিক আইন দ্বিতীয় তফসিল

Video Article in English Grammar Series Definite Indefinite articles

পদ্ধতিগত আইন তত্ত্বগত বা মৌলিক আইন, দ্বিতীয় তফসিল ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

পদ্ধতিগত আইন [Procedural Law]। তত্ত্বগত বা মৌলিক আইন [Substantive Law]। যে সমস্ত আইন পদ্ধতিগত আইন [Procedural Law]। যে সমস্ত আইন তত্ত্বগত আইন [Substantive Law]। ফৌজদারী কার্যবিধি আইন। ধারা ৫ -ফৌজদারী কার্যবিধির প্রয়োগ।   পদ্ধতিগত আইন [Procedural Law]: যে আইনে কোন মোকদ্দমা বা মামলার বিচার করার পদ্ধতি অর্থাৎ মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ থাকে সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন [ Procedural Law or Adjective Law) বলে। যেমন ফৌজদারী কার্যবিধি, দেওয়ানী কার্যবিধি, তামাদি আইন ইত্যাদি। Procedural Law এবং Adjective Law উভয় পদ্ধতিগত আইন বোঝাতে ব্যবহার করা হয়। তত্ত্বগত বা মৌলিক আইন [ Substantive Law]: যে আইন কোন অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে এবং অর্পণ করে বা কোন শাস্তিকে সংজ্ঞায়িত করে এবং দায় আরোপ করে সেই আইনকে তত্ত্বগত বা মৌলিক আইন [ Substantive Law] বলে। যেমন: সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি ইত্যাদি। দণ্ডবিধিতে বিভিন্ন অপরা