Skip to main content

Posts

Showing posts with the label পঞ্চম অধ্যায় অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০

Chapter Five - Of Abatement Penal Code 1860 পঞ্চম অধ্যায় - অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০ ধারা ১০৭ কোন সম্পর্কে সাহায্য প্রদান: কোন লােক কোন সম্পর্কে সাহায্য প্রদান করেছে বলে পরিগণিত হবে, যদি সে লােক প্রথমতঃ কোন বিষয় সম্পন্ন করার জন্য কোন লােককে প্ররােচনা দেয়, বা দ্বিতীয়তঃ কোন বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক অপর লােক বা ব্যক্তিবর্গের সঙ্গে এরূপ চক্রান্তে লিপ্ত হয়, যেই চক্রান্তের কারণে কোন কার্য বা অবৈধ বিরতি হয় ও এরূপ কার্য বা অবৈধ বিরতি ঐ বিষয় সম্পাদনের জন্যে হয়, বা তৃতীয়তঃ কোন কার্য করে বা অবৈধভাবে কোন কার্য করা হতে বিরত থেকে উপযুক্ত কার্যে ইচ্ছাপূর্বক সাহায্য করে। ব্যাখ্যা ১ কোন লােক এমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যক্ত করতে সে বাধ্য তা ইচ্ছাপূর্বক গােপন করে স্বেচ্ছাকৃতভাবে কোন বিষয় সম্পন্ন করার ব্যবস্থা করে, বা করার বা এটা সম্পাদনকরণের বা সম্পাদনের ব্যবস্থার উদ্যোগ করে, সে লােক ঐ বিষয় সম্পাদনে প্ররােচনা করে বলে পরিগণিত হবে। উদাহরণ সরকারি অফিসার ক কোন বিচারালয়ের পরােয়ানা মারফত চ-কে গ্রেফতার করার ক্ষমতা দেয় হয়। খ ঐ তথ্য জ্ঞাত হয়ে ও গ যে চ নয় এই বিষয়ে জ্ঞাত ...