Skip to main content

Posts

Showing posts with the label নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে? নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে? নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?

নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে?  নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?  নিঃস্ব ব্যাক্তির আপীল আবেদনের পদ্ধতি কি?  নিঃস্ব ব্যাক্তির আবেদন কখন অগ্রায্য হয়?  কিভাবে একজন নিঃস্ব ব্যাক্তি নিঃস্ববিহীন ব্যাক্তি ঘোষিত হয়। আইনের ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা ভিন্ন রকম দেওয়া হয়েছে এবং সরকার এই নিঃস্ব ব্যক্তিকে আইনগত কি কি সহায়তা করে থাকে সেই বিষয়ে ভিডিওতে আলাপ করা হয়েছে। নিঃস্ব ব্যক্তি কে? যার পরিধেয় বস্ত্র ছাড়া এবং মামলার বিষয়বস্তু ছাড়া তার নিকট  5000 টাকার সম্পত্তি নেই, তাকে আইনের দৃষ্টিতে নিঃস্ব ব্যক্তি বলা হয়। যদি হুবহু আইনের সংজ্ঞা তুলে ধরি তাহলে নিঃস্ব ব্যক্তির (Pauper) সংজ্ঞা নিম্নবর্ণিত হবে। The Code of Civil Procedure, 1908 এর ৩৩ অর্ডারের ১ বিধির ব্যাখ্যায় নিঃস্ব ব্যক্তি সংজ্ঞা প্রদত্ত হয়েছে। সেখানে বলা হয়েছে, নিঃস্ব ব্যক্তি হলাে সেই ব্যক্তি যার মামলা চালানোর জন্য পর্যাপ্ত সম্পদ বা আর্থিক সামর্থ্য নেই, বা পরিধেয় বস্ত্র এবং নালিশকৃত সম্পত্তি ব্যতীত ৫,০০০ টাকার বেশি মূল্যের সম্পদের তিনি অধিকারী নন। নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার আগে উক্...