Skip to main content

Posts

Showing posts with the label ধারা 9 দেওয়ানী কার্যবিধি আইন দেওয়ানি আদালতের এখতিয়ার

Video Article in English Grammar Series Definite Indefinite articles

ধারা 9 দেওয়ানী কার্যবিধি আইন দেওয়ানি আদালতের এখতিয়ার

Section 9 civil procedure code ধারা ৯ দেওয়ানী কার্যবিধি আইন দেওয়ানি আদালতের এখতিয়ার ধারা ৯। বারিত না হলে আদালত সমস্ত প্রকার দেওয়ানী মামলার বিচার করবে। অত্র আইনে বর্ণিত বিধানাবলী-সাপেক্ষে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ না হলে সমস্ত প্রকার দেওয়ানী প্রকৃতির মামলার বিচার করার এখতিয়ার আদালতের থাকবে। ৯ ধারার ব্যাখ্যা  যে মামলা সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয়, তা দেওয়ানি প্রকৃতির মামলা; উক্ত অধিকার ধর্মীয় আচার বা অনুষ্ঠানাদি বিষয়ক প্রশ্নের মীমাংসার উপর সম্পূর্ণরূপে নির্ভর করলেও তার ফলে দেওয়ানি প্রকৃতি নষ্ট হয় না । দেওয়ানী কার্যবিধি আইন ৯ ধারার বিশ্লেষণ আদালতের এখতিয়ার “আদালতের এখতিয়ার” (Jurisdiction of the Court) বলতে আইন দ্বারা নির্ধারিত সীমাবদ্ধতা সাপেক্ষে, বিচার কার্য সম্পন্ন করার জন্য আদালতের উপর অর্পিত ক্ষমতাকে বুঝায়। (Jurisdiction of the Court means the authority of a Court to administer justice subject to the limitations imposed by law.) অর্থাৎ, ‘আদালতের এখতিয়ার’ বলতে আদালতের উপর অর্পিত এমন এক ক্ষমতা প্রয়ােগ করার অধিকারকে বুঝায়, যার ভিত্তি