Skip to main content

Posts

Showing posts with the label ধারা ৯৪ অতিরিক্ত কাৰ্যব্যবস্থা দেওয়ানি কার্যবিধি আইন

ধারা ৯৪ অতিরিক্ত কাৰ্যব্যবস্থা দেওয়ানি কার্যবিধি আইন

 Section 94 Supplemental Proceedings Civil Procedural Law ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা নির্ধারিত থাকলে ন্যায় বিচার পরাভূত নিরােধ করতে আদালত ক) বিবাদীকে গ্রেফতার করার পরােয়ানা জারি করা এবং আদালতে তার উপস্থিতির জন্য কোন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে হাজির করাতে এবং সে যদি জামানত এর জন্য আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা; খ) বিবাদী তার কোন সম্পত্তি আদালতে উপস্থিত করানাের জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দেওয়ার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দেয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া; গ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অমান্য করলে দোষী লােককে দেওয়ানি কারাগারে আটক করা এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ এবং নিলামে বিক্রয় করতে আদেশ প্রদান করা। ঘ) যে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে তার কর্তব্য সম্পাদন করতে বাধিত করা; ঙ) আদালতের নিকট ন্যায্য এবং সুবিধাজনক মনে হলে, অনুরূপ অন্তর্বর্তীকালীন আদেশ দান করতে পারে।...