Skip to main content

Posts

Showing posts with the label ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

Public Nuisances ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত

 Section 91 Public Nuisances Representative Suits Civil Procedure Code ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯১। গণ উৎপাত Public Nuisances ১) গণউৎপাতের ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ না হলেও অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল এর লিখিত সম্মতিপ্রাপ্ত দুই বা ততােধিক লােক ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মামলার পরিস্থিতির আলােকে অন্যকোন যথাযথ প্রতিকারের জন্য মামলা করতে পারে। ২) এই ধারার বিধান বহির্ভূত মামলা করার অধিকারকে এই ধারার কোন বিধানই সীমিত বা অন্যভাবে প্রভাবিত করবে না। প্রতিনিধিত্বমূলক মামলার ৯১ ধারার বিশ্লেষণ প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যায়- বাংলাদেশের সরকারের অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে এই ধরণের মামলা রুজু করা যায়। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধি আইনের ৯১ ধারায় প্রতিনিধিত্বমূলক মামলার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়ােজনীয়তা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ।‌ প্রতিনিধিত্বমূলক মামলা (Representative Suits) রুজু করার বিশেষ কার্যক্রম সম্পর্কে এই আইনের ৯১ (১) ধারায় বিশেষ ধরণের ক্ষতি না হয়ে থাকলেও অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের...