- Get link
- X
- Other Apps
বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারে Section 83 Suits by Aliens and by or against Foreign Rulers Ambassadors and Envoys. civil procedure code ধারা ৮৩। বিদেশি দ্বারা এবং বিদেশি শাসক রাষ্ট্রদূত এবং বার্তাবাহক তারা বা তাদের বিরুদ্ধে মামলা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৮৩। বিদেশি কখন মামলা করতে পারে ? ১) সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি দুশমন এবং বিদেশি মিত্র বাংলাদেশের নাগরিক ছিল মর্মে বাংলাদেশের আদালতে মামলা করতে পারবে। ২) উক্তরূপ অনুমতি ছাড়া বাংলাদেশে বসবাসকারী বা বিদেশে বসবাসকারী কোন বিদেশি দুশমন অনুরূপ কোন আদালতে মামলা করতে পারবে না। ব্যাখ্যাঃ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, বা সামরিক অভিযানে লিপ্ত বিদেশি রাষ্ট্রে বসবাসকারী এবং সরকারের সচিব দ্বারা এতদুদ্দেশ্যে প্রদানকৃত অনুমতি পত্র ছাড়া সে দেশে ব্যবসা পরিচালনাকারী প্রত্যেকে (২) উপ-ধারার উদ্দেশ্যে বিদেশে বসবাসকারী বিদেশি দুশমন বলে পরিগণিত হবে । ধারা ৮৪। বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারে ১) কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশে যে কোন আদালতে মামলা করতে পারবে । তবে শর্ত থাকে যে, সে রাষ্ট্র সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।...