- Get link
- X
- Other Apps
Section 75 Incidental Procedings - Comissions Civil Procedural Law ধারা ৭৫ আনুষঙ্গিক কার্যক্রম কমিশন নিয়োগ - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৭৫। আদালতের কমিশন নিয়ােগে ক্ষমতা নির্ধারিত শর্তাবলি ও সীমাসাপেক্ষে আদালত কমিশন নিয়ােগ করতে পারবেন ক) কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য; খ) স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য; গ) হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে; অথবা ঘ) বাটোয়ারা করার জন্য। ৭৫ ধারার বিশ্লেষণ আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করেতে পারে- আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করতে পারেন, সে সম্পর্কে ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭৫ ধারায় সুস্পষ্টভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, নির্ধারিত শর্তাবলি ও সীমাবদ্ধতা সাপেক্ষে আদলত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্যে কমিশন প্রেরণ করতে পারবেন। যেমন: (১) কোন ব্যক্তির জবানবন্দী গ্রহণের জন্য । (২) স্থানীয়ভাবে তদন্ত করার জন্য । (৩) হিসাব পরীক্ষা বা সংশােধনের জন্য ; এবং (8) সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা করার জন্য । ধারা ৭৭। অনুরােধপত্র Letter of Request আদালত কমিশন প্রেরণ করার বিপরীতে অনুরােধ পত্র প্রেরণ করতে পারেন। ধারা ৭৮। ...