Skip to main content

Posts

Showing posts with the label ধারা ৬৫ ডিক্রী জারির জন্য সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিধান

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ধারা ৬৫ ডিক্রী জারির জন্য সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিধান

 Section 65 Sale in execution of decree. Civil Procedure Code ধারা ৬৫ ডিক্রীজারির জন্য সম্পত্তি বিক্রয় এবং ক্রয়কারীর স্বত্ব। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৬৫ ডিক্রি জারির জন্য সম্পত্তি বিক্রয় এবং ক্রয়কারীর স্বত্ব যেক্ষেত্রে ডিক্রি জারির জন্য সম্পত্তি বিক্রয় করা হয় এবং এই রূপ বিক্রয় সম্পূর্ণভাবে বহাল হয়েছে, সেক্ষেত্রে বিক্রয়ের সময় হতে ক্রেতার উপর পড়েছে বলে পরিগণিত হবে এবং বিক্রয় চূড়ান্তভাবে নিষ্পন্ন হওয়ার সময় হতে নয়। ৬৫ ধারার বিশ্লেষণ ডিক্রি জারিতে সম্পত্তি নিলাম বিক্রয় হলে এবং ঐ নিলাম বিক্রয় পূর্ণভাবে বহাল হলে বিক্রয়ের তারিখ হতে ঐ সম্পত্তি নিলাম ক্রয়কারী বরাবরে ন্যস্ত হয় কিন্তু তা নিলাম পূর্ণভাবে বহাল হওয়ার তারিখ হতে ক্রয়কারী বরাবর ন্যস্ত হয় না। নিলাম ক্রেতা দায়িকের যাবতীয় স্বত্ব এবং ত্রুটি সমেত প্রাপ্ত। ধারা ৬৬। বাদির পক্ষে খরিদ করা হয়েছে বিধায় ক্রেতার বিরুদ্ধে মামলা করা চলবে না ১) বাদির পক্ষে বা বাদী যার আওতায় দাবি করে এরূপ কারাে পক্ষে খরিদ করা হয়েছিল বলে নির্দিষ্ট হতে পারে, এরূপ পদ্ধতিতে আদালত দ্বারা প্রত্যয়নযুক্ত খরিদসূত্রে স্বত্ব দাবিদারকারী...