Skip to main content

Posts

Showing posts with the label ধারা ৫৫ ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ধারা ৫৫ ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক

 ধারা ৫৫ ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক। দেওয়ানী কার্যবিধি আইন। Section 55 Arrest and Detention Civil Procedure Code ধারা ৫৫। ডিক্রী জারির জন্য গ্রেফতার ও আটক (১) যে কোন সময় যেকোন দিনে ডিক্রী জারির জন্য সাব্যস্ত দেনাদারকে গ্রেফতার করা যাবে, ও যথাসম্ভব শীঘ্র তাকে আদালতে উপস্থিত করা যাবে, এবং আটক আদেশদানকারী আদালত যে জেলায় অবস্থিত সে জেলার দেওয়ানি কয়েদে তাকে আটক রাখা যেতে পারে, বা যেক্ষেত্রে এরূপ দেওয়ানি কয়েদ উপযুক্ত স্থান সংকুলান করতে পারে না, সেক্ষেত্রে উক্তরূপ জেলার আদালত দ্বারা আটকাদেশ প্রাপ্ত বা লােকের আটকের জন্য সরকার অন্য যে স্থান নির্ধারণ করতে পারে সে জায়গায় তাকে আটক রাখা যেতে পারে ? তবে প্রথমতঃ শর্ত থাকে যে, এই ধারার আওতায় কাউকেও গ্রেফতার করার উদ্দেশ্যে কোন বাসগৃহে সুর্যাস্তের পর এবং সুর্যোদয়ের পূর্বে প্রবেশ করা যাবে না। দ্বিতীয়ত ও শর্ত থাকে যে, সাব্যস্ত দেনাদারের দখলকৃত বাসগৃহ না হলে ও অস্বীকৃতি না জানাইলে বা উক্ত বাসগৃহে প্রবেশ করতে যে কোন বাধা না দিলে সে কক্ষের বহি:দ্বার ভাঙ্গা যাবে না, কিন্তু যদি গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত অফিসার যে কোন বাসগৃহের যথারীতি প্র...