- Get link
- X
- Other Apps
Section 34 35 35A 35B Cost of Suit Civil Procedure Code ধারা ৩৪ ৩৫ ৩৫ক ৩৫খ মামলার খরচ দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৩৪। সুদ ১) যেখানে ও যতদূর সম্ভব ডিক্রীটি টাকা পরিশােধ বিষয়ক হলে, সেখানে আদালত তার ডিক্রীতে মামলা দায়েরের পূর্বে কোন সময়ের জন্য আসল টাকার উপর বিচার প্রাপ্ত কোন সুদের অতিরিক্ত, বিচারপ্রাপ্ত আসল টাকার উপর মামলার তারিখ হতে ডিক্রীর তারিখ পর্যন্ত প্রদেয় আদালত যুক্তিসঙ্গত বিবেচনা করে এরূপ হারে সুদ, এবং ডিক্রীর তারিখ হতে টাকা পরিশােধের তারিখ পর্যন্ত বা আদালত সঠিক মনে করে এরূপ আরাে পূর্বের তারিখ হতে টাকা পরিশােধের পূর্ণ টাকার উপর আদালত যুক্তিসঙ্গত বিচার বিশ্লেষণ করে এরূপ হারে আরাে অধিক সুদ দেওয়ার জন্য আদেশ দিতে পারে। ২) যেখানে ডিক্রীর তারিখ হতে টাকা পরিশােধের তারিখ পর্যন্ত বা আরাে পূর্বের তারিখ হতে উপরিউক্ত সকল টাকার উপর অধিক সুদ পরিশােধ বিষয়ক ডিক্রী নীরব থাকে সেখানে আদালত উক্ত সুদ অগ্রাহ্য করেছে বলে পরিগণিত হবে ও এইজন্য পৃথক মামলা চলবে না। ৩৪ ধারার বিশ্লেষণ অর্থের মামলার ক্ষেত্রে মামলার তারিখ থেকে ডিক্রীর তারিখ পর্যন্ত যে সুদ হয়, তা প্রদানের জন্য আদালত ডিক্রীতে...