Skip to main content

Posts

Showing posts with the label ধারা ৩৩ রায় ও ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন

Video Article in English Grammar Series Definite Indefinite articles

ধারা ৩৩ রায় ও ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন

Section 33 Civil Procedure Code Judgement and Decree ধারা ৩৩ রায় ও ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইন ধাৱা ৩৩। রায় ও ডিক্রী Judgement and Decree মামলা শুনানীর পর আদালত রায় ঘােষণা করবে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিক্রী প্রদত্ত হবে। ৩৩ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা-৩৩ এ রায় ও ডিক্রী সম্পর্কে বলা হয়েছে যে, মামলা শুনানীর পর আদালত রায় ঘােষণা করবে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিক্রী প্রদত্ত হবে। একটি রায়ে সাধারণত নিম্নোক্ত বিষয়সমূহ সন্নিবেশিত হয়- ১) মামলার সংক্ষিপ্ত বিবৃতি ২) বিচার্য বিষয়াদি; ৩) গৃহীত সিদ্ধান্তসমূহ ৪) সিদ্ধান্তাদির অনুকুলে যুক্তি। রায়, ডিক্রী এবং আদেশের মধ্যে পার্থক্য আইনগত ফলাফলের দৃষ্টিতে রায়, ডিক্রী এবং আদেশের মধ্যে যে সকল উল্লেখযােগ্য পার্থক্যগুলি বিশেষভাবে লক্ষ্য করা যায় তা হল নিম্নরূপ; যথা: ১) 'রায়' (Judgment) শব্দটির সংজ্ঞা ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধি আইনের এই আইনের ২(১) ধারা মতে, “রায়” বলতে বিচারক কর্তৃক প্রদত্ত এমন এক বিবৃতিকে বুঝায় যার ভিত্তি হলো ডিগ্রী বা আদেশ।(Judgement means the statement given by the Judge of the grounds of a d