- Get link
- X
- Other Apps
Section 104 Appeals from Orders Civil Procedural Law ধারা ১০৪ আদেশের বিরুদ্ধে আপিল। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১০৪। যে সমস্ত আদেশ হতে আপিল করা যায়- ১) নিম্নলিখিত আদেশগুলাে হতে আপিল করা যায় এবং এই আইনের ভিতর বা বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা অন্যভাবে স্পষ্ট উল্লেখ ব্যতিরেকে অন্য আদেশ গুলাে হতে আপিল করা যাবে না। ক) হতে (চ) বিলুপ্ত । চচ) ৩৫ক ধারার আওতায় প্রদত্ত আদেশ; ছ) ৯৫ ধারার আওতায় প্রদত্ত আদেশ; জ) ডিক্রী জারিতে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ছাড়া এই আইনের যে কোন বিধানের আওতায় জরিমানা আরােপ বা কোন লােককে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটক করার নির্দেশমূলক আদেশ। ঝ) নিয়মাবলির দ্বারা আপিল ব্যক্তভাবে মঞ্জুর হয় এরূপ নিয়মাবলির আওতায় প্রদত্ত আদেশ। তবে শর্ত এই যে, অল্প পরিমাণ অংকের অর্থ প্রদানের আদেশ দেয়া উচিত ছিল না বা ছিল এই অজুহাত ছাড়া (চচ) দফায় উল্লেখিত যে কোন আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। ২) এই ধারানুযায়ী আনীত আপিলে প্রদত্ত কোন আদেশ হতে আপিল চলবে না। ১০৪ ধারার বিশ্লেষণ কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না- যে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, সে সম্পর্কে দেওয়া...