- Get link
- X
- Other Apps
দেওয়ানী কার্যবিধি ১৯০৮। ধারা ৪ এর সংজ্ঞা ও বিশ্লেষণ। ধারা ৪ সংজ্ঞা (১) বিপরীত সুনির্দিষ্ট বিধান না থাকলে, বর্তমানে চলমান কোন বিশেষ আইন বা ন্যস্তকৃত কোন বিশেষ এখতিয়ার ক্ষমতা, বা বর্তমানে বলবৎ অপর কোন আইন এর অধীনে বা দ্বারা নির্ণীত কোন বিশেষ আকারের প্রক্রিয়া এই আইনের কোন বিধান দ্বারা সীমিত বা অন্যভাবে প্রভাবিত হবে বলে পরিগণিত হবে না। (২) বিশেষতঃ এবং (১) উপধারায় উল্লেখিত সাধারণ নীতিকে ক্ষুন্ন না করে বর্তমানে বলবৎ কোন আইনের অধীন চাষের জমির জন্য উক্ত জমির ফসল হতে খাজনা আদায়ের ব্যাপারে কোন জমিদারের কোন প্রতিকার থাকলে এই আইনের কোন বিধান তা সীমাবদ্ধ বা প্রভাবিত করবে না। দেওয়ানী কার্যবিধি ১৯০৮। ৪ ধারার বিশ্লেষণ সাধারণভাবে সকল দেওয়ানি মামলা সকল দেওয়ানি আদালতে দেওয়ানি কার্যবিধিতে বিধৃত পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় এটাই নিয়ম। কিন্তু এই ধারায় বলা হয়েছে যে, বর্তমানে চলমান কোন বিশেষ আইন বা ন্যস্তকৃত কোন বিশেষ এখতিয়ার ক্ষমতা, বা বর্তমানে বলবৎ অপর কোন আইন এর অধীনে বা দ্বারা নির্ণীত কোন বিশেষ আকারের প্রক্রিয়া বিপরীত কোন সুনির্দিষ্ট বিধান না থাকলে, এই আইনের কোন বিধান দ্বারা সী...