Skip to main content

Posts

Showing posts with the label দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ আর্থিক এখতিয়ার

দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ আর্থিক এখতিয়ার

Section 6 Civil Procedure Code 1908 Discussion দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ এর ৬ ধারার বিশ্লেষণ ধারা ৬। দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ আর্থিক এখতিয়ার অন্যত্র উল্লেখিত সুস্পষ্ট বিধানগুলাে ছাড়া এই আইনের বিধান কোন আদালতকে তার সাধারণ এখতিয়ারের আর্থিক সীমারেখার (যদি থাকে) বেশি মূল্যসম্পন্ন বিষয়বস্তু বিষয়ক মামলার বিচার করার এখতিয়ার প্রদান করবে না। দেওয়ানী কার্যবিধি আইন ৬ ধারার বিশ্লেষণ আর্থিক এখতিয়ার এই ধারায় আদালতের আর্থিক অধিক্ষেত্রের নিয়ম-কানুন বর্ণনা করা হয়েছে। যে আদালতের বিচারের ক্ষমতা বাংলাদেশে সহকারী জজের আর্থিক এখতিয়ার নির্দিষ্ট করা আছে। তারা সেই সেই সীমার মধ্যেই বিচার করতে পারেন। মােকদ্দমার মূল্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে স্যুট ভ্যালুয়েশন আইনের ৭ ধারাতে। এই আইনের ধারা ৮ এ বলা হয়েছে, কোর্ট ফি-মূল্য ও এখতিয়ারমূল্য কতিপয় মােকদ্দমা একই হবে। ৬ ধারা কেবল মােকদ্দমার ক্ষেত্রেই প্রযােজ্য। যা মােকদ্দমা বা মােকদ্দমার ধারাবাহিকতা নয় সেখানে এই ধারার শর্তাবলি প্রয়ােগ করবে না। মােকদ্দমার কার্যক্রমের বেলায়ও ইহা প্রয়ােগ করবে। ফৌজদারি কার্যবিধির ১৪৬ ধারার আওতায় দেওয়ানি আ...